sovabazer deathOthers 

শোভাবাজারে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতায় রাতের শহরে ফের ভয়াবহ দুর্ঘটনা। বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। পুলিস সূত্রে খবর বি কে পালের ১৫ নম্বর শশী শূর লেনের বাসিন্দা পূর্ণিমাদেবী। সল্টলেকে কাজ থেকে বাড়ি ফেরার পথেই ঘটে অঘটন। রাস্তা পার হবার সময়ে আচমকাই ধাক্কা বেপরোয়া গতিতে ছুটে আসা বাসের। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মহিলাটির । এরপরেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। এই ঘটনার পর রণক্ষেত্রে পরিণত হয় এলাকা । অন্য একটি বাসের ওপর ব্যাপক ভাঙচুর চালান স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্চ করে পুলিস। ঘাতক বাসের খোঁজে তল্লাসি শুরু হয়েছে।

Related posts

Leave a Comment