দক্ষিণ দমদম পুরসভার ওয়ার্ডের সংরক্ষণ তালিকা খারিজ হাইকোর্টে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দক্ষিণ দমদম পুরসভার ওয়ার্ডের সংরক্ষণ তালিকা খারিজ হাইকোর্টে। সূত্রের খবর, পুরআইন না-মেনে সংরক্ষণ তালিকা তৈরির অভিযোগে দায়ের হওয়া মামলায় সম্প্রতি বিচারপতি অরিন্দম সিনহা তালিকা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে সেখানে সংরক্ষণ তালিকা তৈরি করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। উল্লেখ্য, রাজ্যের অন্য বেশ কয়েকটি পুরসভার সঙ্গে এ বছর ভোট হবে দক্ষিণ দমদম পুরসভায়। রাজ্য নির্বাচন কমিশন তার আগেই ওয়ার্ডগুলির সংরক্ষণ তালিকা প্রকাশ করে। এক্ষেত্রে দেখা যায়, গত বছর ২৯ নম্বর ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত ছিল। এবারও সেই ওয়ার্ড মহিলা সংরক্ষিত রয়েছে। ওই পুরসভা এলাকার বাসিন্দা ওই ওয়ার্ড থেকে প্রার্থী হতে ইচ্ছুক অরূপ দে সংরক্ষণের বিরুদ্ধে মামলা করেন হাইকোর্টে। এরপর কমিশন সূত্রে জানানো হয়েছে, তারা আইন মেনেই সিদ্ধান্ত নিয়েছে। আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতেও যাবে বলে জানা গিয়েছে।