দুই বাঙালি পড়ুয়ার হাত ধরে পাটকাঠি থেকে পরিবেশবান্ধব জ্বালানি “হোয়াইট কোল”
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পাটকাঠি থেকে পরিবেশবান্ধব জ্বালানি “হোয়াইট কোল” প্রোজেক্ট। দুই বাঙালি পড়ুয়া কথা শূর ও করণ খড়াই যুগ্মভাবে “ছাত্র বিশ্বকর্মা” পুরস্কার বিজয়ী হলেন। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র দুজনেই। উল্লেখ্য, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিআই), কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, ইঞ্জিনিয়ারিং কাউন্সিলর অফ ইন্ডিয়া (ইসিআই) ও ইন্ডিয়ান সোসাইটি ফর টেকনিক্যাল এডুকেশন (আইএসটিই) যৌথভাবে ২০১৭ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে। দিল্লিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এআইসিটিই অনুমোদিত দেশের সব ইঞ্জিনিয়ারিং কলেজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পড়ুয়াদের দক্ষতা বাড়ানোর উৎসাহ দিতে এই পুরস্কারের আয়োজন। জানা গিয়েছে, এ বছর দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ৬,৬৭০টি প্রোজেক্ট জমা পড়ে। এর মধ্যে ১,৪০০ প্রোজেক্ট বেছে নেওয়া হয়। যার মধ্যে স্থান পেয়েছে কথা ও করণের “হোয়াইট কোল” প্রোজেক্টটি।