বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আগুন তৃণমূল কর্মীর বাড়িতে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আসন্ন ২১। তার আগে রয়েছে পুর-ভোট। এরই মাঝে বাসন্তীতে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌঁছলো। উল্লেখ্য, এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূলের সংঘর্ষে এলাকা উত্তপ্ত। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এর একজন কর্মীর ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে যুব তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। বাসন্তী থানার খড়ি মাচান এলাকার ঘটনা। জানা গিয়েছে, যুব তৃণমূল কর্মীরা অটো ও টোটোতে আগুন ধরিয়ে দিয়েছে।যার জেরে আবারও উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী। তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বে এলাকায় মুড়ি-মুড়কি মত বোমাবাজি হয়।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্মী ইজারুল গায়েনের ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে যুব তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আগুনে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে গোটা বাড়ি। খবর পেয়ে উত্তেজনা সামলাতে ঘটনাস্থলে যায় বাসন্তী থানার বিশাল পুলিশবাহিনী।