Sri DeviLifestyle Others 

শ্রীদেবীর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ শ্রীদেবীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে ২বছর অতিক্রম করল। মানুষের কাছে অনেকটাই ফিকে হয়েছে শোক। তবে প্রতিটা দিন আজও মাকে মনে পড়ে জাহ্নবীর। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে এমনটাই জানালেন শ্রীদেবী তনয়া। ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন জাহ্নবী। ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে, মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক। ছোট্ট জাহ্নবী মেতে মায়ের সঙ্গে মধুর মুহূর্তে।মা মেয়ের খুনসুটির মুহূর্তও ধরা রয়েছে ওই পুরনো ছবিতে। ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করে নব্য অভিনেত্রী জাহ্নবীর মন্তব্য “মা তোমায় রোজ মিস করি”। জাহ্নবীর এই পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দাগ কেটেছে। অনুরাগীরা জানিয়েছেন সমবেদনাও। জাহ্নবীর পোস্ট করা ওই ছবিতে কমেন্ট করেছেন করণ জোহর,জোয়া আকতার ,মনীশ মালহোত্রাসহ অনেকেই । শ্রীদেবীর সঙ্গে অনেকগুলি ছবিতে একসাথে কাজ করেছিলেন অনিল কাপুর।শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।সোশ্যাল মিডিয়ায় অনিল কাপুরের লেখা- “শ্রী তুমি দুবছর হল চলে গিয়েছ প্রতিদিন তোমাকে মিস করি” নেটিজেনদের মধ্যে সাড়া জাগিয়েছে।মৃত্যুর দু বছর বাদেও শ্রদ্ধার বন্যা শ্রীদেবীকে ঘিরে।

Related posts

Leave a Comment