ব্রিটিশদের তৈরি সি-কিংয়ের জায়গা নিতে চলেছে “রোমিও”
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মার্কিন নৌ-সেনায় ব্যবহৃত এই কপ্টারকে নৌ-ক্ষেত্রে বিশ্বের সেরা ধরা হয়। ভারত মহাসাগরীয় এলাকায় শত্রুপক্ষের সাবমেরিনে নজরদারি করতে নৌ-সেনার অন্যতম অস্ত্র হবে এই হেলিকপ্টার। জলের নিচে সাবমেরিনের অস্তিত্ব খুঁজে বের করবে রোমিও। পাশাপাশি এই কাজের জন্য রাশিয়ার তৈরি কামভ কপ্টারও রয়েছে ভারতীয় নৌ-সেনার হাতে। ব্রিটিশদের তৈরি সি-কিংয়ের জায়গা নিতে চলেছে রোমিও। আসতে লাগবে সময় প্রায় ২ বছর। রোমিও রাখা হবে যুদ্ধজাহাজের ডেকে।