দৃষ্টিনন্দন মোতেরা স্টেডিয়ামে ৩০০ কোটি মার্কিন ডলারের চুক্তি ঘোষণা ট্রাম্পের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দৃষ্টিনন্দন মোতেরা স্টেডিয়ামে দাঁড়িয়ে ভারতের সঙ্গে ৩০০ কোটি মার্কিন ডলারের চুক্তি। সেই চুক্তির কথা ঘোষণাও করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমজনতার উপস্থিতিতে এমন হাইপ্রোফাইল চুক্তির ঘোষণা হল। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এখনও পর্যন্ত সবচেয়ে ভাল অস্ত্র আমরা বানিয়েছি যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, রকেট ও যুদ্ধজাহাজ। আমরা সেরাটা বানাই এবং এখন আমরা ভারতের সঙ্গে চুক্তি করছি। এর মধ্যে রয়েছে এয়ারডিফেন্স সিস্টেম, সশস্ত্র ও অস্ত্রবিহীন বিমান। উল্লেখ্য, এই তালিকায় রয়েছে ভারতীয় নৌ-সেনার জন্য ২৪টি এমএইচ-৬০আর (রোমিও) ও ভারতীয় সেনার জন্য ৬টি এএইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার। এরপর নয়াদিল্লিতে দু-দেশের প্রতিনিধির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গিয়েছে।