dilli 7 killPolitics 

দিল্লিতে ২৪ ঘণ্টার হিংসায় নিহত ৭

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : একদিকে দেশে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট আর অন্যদিকে জ্বলছে রাজধানী। গতকাল প্রায় সারাদিন ধরে উত্তরপূর্ব দিল্লির একাধিক জায়গায় একের পর এক সংঘর্ষে মৃতের সংখ্যা ৭। যার মধ্যে রতন লাল নামে একজন পুলিস কর্মীও রয়েছেন। আহতের সংখ্যা ১৬০। এদের মধ্যে রয়েছেন বহু পুলিশ কর্মী। দিল্লিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হয়েছে ৩৫ কোম্পানি আধাসেনা। জরুরীভিত্তিক বৈঠকে বসেছেন অমিত শাহ, দিল্লির উপ-রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
উল্লেখ্য, দিল্লির জাফরাবাদে সিএএ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়েছে জাফরাবাদ মেট্রো স্টেশন থেকে মৌজপুর পর্যন্ত। এদিন সিএএ বিরোধী ও সমর্থনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে জাফরাবাদ, গোকুলপুরী, মৌজপুর, বাবরপুর, ভজনপুরা-সহ একাধিক এলাকায়।
প্রসঙ্গত, থানার নাকের ডগায় গোকুলপুর টায়ার মার্কেট। গোটা মার্কেট জ্বালিয়ে দিয়েছে হামলাকারীরা। আজ সকালেও মার্কেট থেকে ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। মার্কেটের সামনে একাধিক গাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে গাড়ির কাচ।
গতকাল গোলামালের মধ্যে হঠাৎ প্রকাশ্য রাস্তায় গুলি চালাতে দেখা গিয়েছে লাল টি-শার্ট পর এক যুবককে। শাহরুখ নামে ওই যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

Related posts

Leave a Comment