Iran CaronavirusHealth Others World 

করোনায় ইরানে মৃত ৫০

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বযুদ্ধের আকার নিল করোনা। পারমাণবিক অস্ত্রের থেকেও বেশি ভয়ঙ্কর রূপ নিয়ে নিয়েছে এই করোনা। ইরানে ঝড়ের গতিতে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। একসময় মৃতের সংখ্যা ছিল ১২। আক্রান্ত ৪৭। এরপর ছবিটা দ্রুত বদলে গেল। নভেল করোনা ভাইরাস নিয়ে ইরানে যে নতুন তথ্য প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট, সংক্রমণ ছড়াচ্ছে তীব্র গতিতে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত “কোম” শহরেই কোবিড-১৯-এ আক্রান্ত হয়ে প্রাণ গেল ৫০ জনের। ২৫০ জনেরও বেশি বাসিন্দা কোয়ারান্টাইনে। অন্যদিকে ইরান ছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়েছে দক্ষিণ কোরিয়া এবং ইতালিতেও। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। স্টকহোমে “হু”-র প্রধান তেদ্রস আধানম ঘেব্রেইয়েসুস জানিয়েছেন, আমরা ইরান এবং ইতালির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আবার তেহরান প্রশাসন তথ্য অনুযায়ী জানিয়েছে, সেদেশে করোনা ভাইরাসে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তির তুলনায় মৃতের সংখ্যা বেশি। এরফলে সংক্রমণ কীভাবে ছড়াচ্ছে, তা স্পষ্টভাবে জানা যাচ্ছে না। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের বেশিরভাগ স্কুল বন্ধ রেখেছে ইরান। ফুটবল ম্যাচ দেখার সুযোগও আপাতত বন্ধ। আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ প্রেক্ষাগৃহও।

Related posts

Leave a Comment