corona remove robotOthers Technology 

চিকিৎসকদের ঝুঁকি কমাতে উন্নত মানের রোবট তৈরি করবে ফ্রান্স

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ চিকিৎসকদের ঝুঁকি কমাতে উন্নত মানের রোবট তৈরি করবে ফ্রান্স। বিশ্বে প্রায় সব দেশেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।এই অসহায় অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ছেন বহু মানুষ। চিনে থেকে শুরু হয়ে এই ভাইরাস বিশ্বের বেশির ভাগ দেশে এখন ছড়িয়ে পড়েছে।চিনের পর যে সব দেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই দেশগুলি হল- ইতালি, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান।প্রতিটি দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছেন প্রতিনিয়ত।তাঁরাও আক্রান্ত হচ্ছেন। এইসব চিকিৎসকদের কথা ভেবেই স্পেন এক অভিনব রোবট তৈরি করবে বলে জানিয়েছে।এই রোবট সাধারণ মানুষের প্রাথমিক টেস্ট করবে।তার ফলে চিকিৎসকদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যাটা কমবে। স্পেনের জনসংখ্যার প্রায় ১২শতাংশই চিকিৎসায় নিযুক্ত রয়েছেন।তাই চিকিৎসক ও স্বাথ্যকর্মীরা যাতে সুস্থ থাকেন তার জন্যই এই উদ্যোগ বলে খবর।স্প্যানিশ প্রশাসন সূত্রে আরও জানা যায়, এই রোবট প্রতিদিন প্রায় ৮০,০০০ মানুষের পরীক্ষা করতে পারবে।এই রোবটগুলি টেস্ট করার সময় কোনও চিকিৎসকদের না থাকলেও চলবে। এবার চিকিৎসক নয়, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে এই রোবটই প্রাথমিক টেস্ট করবে।এর ফলে চিকিৎসকরা কিছুটা হলেও নিরাপদে থাকতে পারবেন।

Related posts

Leave a Comment