Nabanno-4Health Others 

করোনা মোকাবিলায় বিশেষ বিশেষজ্ঞ কমিটি রাজ্যে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা মোকাবিলায় ১২ সদস্য বিশিষ্ট বিশেষ বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, ওই কমিটিতে রয়েছেন ২ স্বাস্থ্যকর্তা, ৫ জন সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক ও ৫ জন বেসরকারি বিশেষজ্ঞ চিকিৎসক। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, করোনা মোকাবিলায় ওই কমিটিকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। করোনার মোকাবিলায় কী করা উচিত, কী করা উচিত নয়, পরিকাঠামো, চিকিৎসা ব্যবস্থা-সহ সবকিছু নিয়েই সরকারকে পরামর্শ দেবে ওই কমিটি। উল্লেখ্য, রাজ্যে করোনা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন একজন। তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যে ২৫ হাজার ৯৬ জনকে গৃহ-পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৪ জনকে গৃহ-পর্যবেক্ষণে যাওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। ৭৩ জন ভর্তি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। গত ২৪ ঘন্টায় নভেল করোনা ভাইরাসের উপসর্গ থাকায় ৫৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাঁদের মধ্যে ২৭ জনের রিপোর্ট এসেছে। ২৬ জনের রিপোর্টই নেগেটিভ। নয়াবাদের বাসিন্দা ৬৬ বছরের প্রৌঢ়ের রিপোর্টেই একমাত্র ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। অন্যদিকে রাজ্যে এখনও পর্যন্ত মোট ২৬৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০টি রিপোর্টে ভাইরাস পাওয়া যায়। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ১ জনের।

Related posts

Leave a Comment