r.g.karBreaking News Health Others 

মাস্ক, গ্লাভস, স্যানিটাইজারের দাবি নিয়ে কর্মী- বিক্ষোভ আরজিকরে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আরজিকর এ কর্মী বিক্ষোভ। তার জেরে দুপুরের খাবার বিকেলে খেলেন রোগীরা। বিক্ষোভের কারণ মাস্ক ও গ্লাভস না থাকা। স্যানিটাইজার চাই, নইলে রান্নাই করব না। এই দাবির ভিত্তিতে শুক্রবার রান্না বন্ধ করে দিলেন আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কিচেন কর্মীরা। তার জেরে বিক্ষোভ হলো হাসপাতালে। শেষ পর্যন্ত মাস্ক আর গ্লাভসের আশ্বাস পাওয়ার পরই রান্না শুরু হলো। এই ঘটনার পর ভাত খেতে দুপুর গড়িয়ে গেল হাসপাতালের রোগীদের!
উল্লেখ্য,সম্প্রতি মাস্ক, স্যানিটাইজার আর পোশাকের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হন। বেলেঘাটা আইডি হাসপাতালের নার্সরা। এবার মাস্ক, গ্লাভস, স্যানিটাইজারের দাবি নিয়ে বিক্ষোভ আরজিকরে ।
মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার দেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ ।
এ বিষয়ে আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে,সমস্যা ছিল। কথা বলেছি। তাঁদের মাস্ক, গ্লাভস সহ বাকি সব জিনিস-ই দেওয়া হবে। কোনও অসুবিধা নেই।

Related posts

Leave a Comment