Dilip GhoshPolitics 

নতুন করে লকডাউন ঘোষণা প্রসঙ্গে নিয়ে দিলীপ বাবুর মত

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুখ্যমন্ত্রীর লকডাউন প্রসঙ্গে বললেন, খালি ঘোষণা করলেই হবে না, তা কড়াকড়ি করতে হবে। প্রসঙ্গত যেটা মনে হয়, তা হল মুখ্যমন্ত্রী যথেষ্ট সিরিয়াস নয় এবিষয়ে। দিলীপ বাবু আরো জানান, বিশেষজ্ঞদের সাথে মিটিং করে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারির সঙ্গে আলোচনা করে যা সিদ্ধান্ত ঠিক হয়েছিল উনি এক ঝটকায় সেটা পাল্টে দিলেন, ওটা হলে চলবে না।

তিনি আরও জানান, এটা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত ঘোষণা। এতে কাজের কাজ কিছুই হবে না। তিনি প্রথম থেকে লকডাউন কঠোরভাবে মানেননি। তাঁর দেখাদেখি নেতারাও মানেনি। ফলে পশ্চিমবঙ্গে লকডাউন সঠিকভাবে কখনও হয়নি। বিনা পরিকল্পনায় এই সমস্ত হয়েছে। মানুষের প্রানের সুরক্ষার জন্য লকডাউন করার দরকার আছে। তাই একটাই রাস্তা অবশ্যই লকডাউন কঠোরভাবে সকলকে মানতে হবে।

Related posts

Leave a Comment