মায়ামি ওপেন টেনিসে কোয়ার্টার ফাইনালে ওসাকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শেষ আটে ওসাকা। সূত্রের খবর, চলতি মায়ামি ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে নেয়োমি ওসাকা তিনি। ৬-৩ ও ৬-৩ ফলাফলে বেলজিয়ামের এলিসে মার্টিন্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গেলেন। উল্লেখ করা যায়, পাশাপাশি টানা ২৩ ম্যাচ জয়ের ধারা অব্যাহত রেখেছেন তিনি। জয়ের পর তাঁর প্রতিক্রিয়া, শুরুটা খুব ভাল হয়েছিল বলেই আমাকে খুব একটা পরিশ্রম করতে হয়নি জয় পেতে।

