Binay SharmaOthers 

নির্ভয়া কাণ্ডের অভিযুক্ত বিনয় শর্মার প্রাণভিক্ষা খারিজ সুপ্রিম কোর্টে

আমারবাংলা অনলাইন নিউজ ডেস্ক : নির্ভয়া কাণ্ডের অভিযুক্ত বিনয় শর্মার প্রাণভিক্ষার আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট। বিনয় শর্মার আইনজীবী বলেছেন, তাঁর মক্কেল শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। জেলের ভিতর তার ওপর অকথ্য অত্যাচার চালানো হয়। তার আরও অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সংশ্লিষ্ট তথ্য সঠিকভাবে রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়নি। কেন্দ্র জানায়, বিনয় শর্মা সব দিক থেকেই সুস্থ রয়েছে। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি আর ভানুমতি, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এ স বোপান্নার বেঞ্চ এই দাবির সারবত্তা নেই যুক্তি দেখিয়ে ধর্ষকের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেয়।

অভিযুক্তরা আইনি জটিলতার মারপ্যাঁচে একের পর এক অভিযোগ এনে ফাঁসির তারিখ পিছোতে সক্ষম হয়। গত ১১/০২/২০২০ সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদে প্রাণভিক্ষার আবেদন জানায় অভিযুক্ত বিনয় শর্মা। সব রকম আইনি সুযোগ ব্যবহারের শেষ দিনে এই আবেদন ফাইল করে তার আইনজিবি। এই মামলার আর এক অভিযুক্ত মুকেশ সিং গত ২৯ জানুয়ারি এই একই যুক্তি দেখিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। সেই আর্জিও খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত।

প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট ৪ দোষীর মৃত্যুর পরোয়ানা জারি করে। ফাঁসির দিন ঠিক হয়েছিল ০১/০২/২০২০।

Related posts

Leave a Comment