supreme courtOthers Politics 

রাজনীতিতে স্বচ্ছতা আনতে এবার আসরে সুপ্রিমকোর্ট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজনীতিতে স্বচ্ছতা আনতে এবার আসরে শীর্ষ আদালত। রাজনীতির ক্ষেত্রে দুর্বৃত্তায়ন ঠেকাতে পদক্ষেপ নিচ্ছে সুপ্রিমকোর্ট। এই মর্মে দেশের সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশে নির্দেশিকা পাঠিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বলা হয়েছে ,দলীয় প্রার্থীদের ফৌজদারী অপরাধের তালিকা বিশদে প্রকাশ করতে হবে ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায়। এমনকি ফৌজদারি মামলা থাকা ব্যক্তিদের কেন ভোটে টিকিট দেওয়া হচ্ছে সে ব্যাখ্যাও দিতে হবে দলগুলিকে। ১৩ফেব্রুয়ারী রোহিনটন ফলি নরিম্যানের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশিকায় আরও জানিয়েছেন,ফৌজদারি মামলা রয়েছে এমন কোনও ব্যক্তিকে প্রার্থী করার ক্ষেত্রে জয়ী হওয়ার সম্ভাবনাই একমাত্র মানদণ্ড হতে পারে না। যোগ্যতা ,গুনাগুন ও অপরাধের রেকর্ড বিচার করেই এবার থেকে দলগুলিকে প্রাথী বাছাই করতে হবে। পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে,২০১৯সালে লোকসভা নির্বাচনে জয়ী সংসদদের মধ্যে ২৩৩জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ২০০৯এবং ২০১৪সালের লোকসভা ভোটে সেই সংখ্যা ছিল যথাক্রমে ১৬২,১৮৫জন।

Related posts

Leave a Comment