bulbulEnviornment Lifestyle Others 

সঠিক কাগজ না থাকার কারনে পাচ্ছে না ক্ষতিপূরণ, আইনি জটিলতার বিপাকে ৫ লক্ষ কৃষক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বুলবুল ঝড়ের কারণে বিপর্যস্ত ৫ লক্ষ কৃষককে ক্ষতিপূরণ না দেওয়ায় তৈরি হয়েছে জটিলতা। সঠিক কাগজপত্র না থাকায় ক্ষেত মজুরকে ক্ষতিপূরণের টাকা দিতে পারছে না রাজ্য সরকার। সেকারণে তৈরি করা হলো নতুন নিয়ম। উল্লেখ্য, যেসব কৃষক ও ক্ষেতমজুরদের কোনও কাগজপত্র নেই, তাঁদের পঞ্চায়েত থেকে ওয়ারিশন সার্টিফিকেট দেওয়াহবে। সার্টিফিকেটে লেখা থাকবে, কৃষক ও ক্ষেতমজুর ওই জমির সাথে যুক্ত। সেটি দেখালেই পাওয়া যাবে ক্ষতিপূরণের টাকা। এর মধ্যে বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্ত বহু কৃষক পেয়েছেন ক্ষতিপূরণের চেক অথচ সঠিক কাগজপত্র এখনও দেখতে না পারায় টাকা পাননি পাঁচ লক্ষ কৃষক। এঁদের মধ্যে অনেকের জমিই ভাগ হয়ে গিয়েছে যার কোনো সঠিক কাগজ নেই। আবার অনেকের মিউটেশন সার্টিফিকেট নেই।

Related posts

Leave a Comment