NirvayaLifestyle Others 

আবার জটিলতা নির্ভয়া কাণ্ডের ফাঁসিতে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ নির্ভয়াকাণ্ডে আসামীদের ফাঁসি নিয়ে জটিলতা বেড়েই চলেছে। উল্লেখ্য, আগামী ৩ মার্চ নির্ভয়াকাণ্ডে ৪ আসামীর ফাঁসির আদেশ জারি হয়। এরপরেই ফের আদালতে গেল অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তা। চার আসামীর ফাঁসি স্থগিতের জন্য দিল্লির আদালতে আবেদন করেছেন ওই দুজন। জানা গিয়েছে, এনিয়ে দিল্লির আদালতের অতিরিক্ত সেশন জাজ ধর্মেন্দ্র রানা তিহাড় জেল কর্তৃপক্ষকে একটি নির্দেশিকা জারি করেছেন এবং ২ মার্চের মধ্যে তার জবাব দিতে হবে। আসামীদের পক্ষে আদালতে বলা হয়েছে, রাষ্ট্রপতির কাছে নতুন করে প্রাণভিক্ষার আবেদন করেছিল ওই দুজন। বলা হয়েছে, তাদের আগের আবেদনে ভুল হচ্ছে। এই আবেদনের কোনও সাড়া পাওয়া যায়নি রাষ্ট্রপতি ভবন থেকে। সূত্রের খবর, ২০১২ সালের নির্ভয়া ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ছিল মোট ৬ জন। যার মধ্যে অভিযুক্ত রাম সিংয়ের মৃত্যু হয়েছিল জেলের মধ্যেই। অভিযুক্তদের মধ্যে একজন নাবালক হওয়ায় ছাড়া পেয়ে গিয়েছে। বাকি চার আসামির ফাঁসির আদেশ হয়েছে। উল্লেখ্য, আগামী ৩ মার্চ তাদের ফাঁসি কার্যকর করার নির্দেশ জারি করেছে পাতিয়ালা হাউস কোর্ট। যত সময় এগিয়ে আসছে ততই মরিয়া আইনি লড়াই চালাচ্ছে আসামীরা।

Related posts

Leave a Comment