শিক্ষক নিয়োগে প্রার্থীদের জন্য খুশির খবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ শিক্ষক নিয়োগ সম্পর্কে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্য সরকার ঘোষণা করল এক নতুন নিয়ম। এখন থেকে স্কুলে চাকরির জন্য আর ইন্টারভিউতে বসতে হবে না। লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই চাকরি পাবেন আবেদনকারীরা। এ বিষয়ে জানা যায়, আগে প্রাথমিক,উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নিয়োগের জন্য ইন্টারভিউ সম্পর্কে ক্রমাগত গুরুতর অভিযোগ আসতো । অনেকে অভিযোগ করেন পরীক্ষকরা প্রথমে পেন্সিলে নম্বর দিয়ে পরে তা মুছে দিয়ে বেশি নম্বর দেন। সেই জন্য শিক্ষক নিয়োগ প্রসঙ্গে বার বার দুর্নীতির প্রশ্ন উঠে। নিয়োগ প্রক্রিয়া সহজ ও সচ্ছতা আনার জন্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই নিয়মনীতি ঘোষণা করেন। স্কুল শিক্ষা দপ্তর এ বিষয়ে গত ২৬ ফেব্রুয়ারী নতুন নির্দেশিকা জারি করে। তারা আরও বলেন এখন থেকে এস সি ,এসটি চাকরিপ্রার্থীদের আর পরিক্ষা ফী দিতে হবে না। চাকরির পরীক্ষা এনসিটিই এর নিয়ম মোতাবেকই হবে।