new planetTechnology 

খোঁজ মিলল নতুন পৃথিবীর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ব্রিটেনের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের ছাত্রী কুনিমোটর নতুন একটি গ্রহের খোঁজ পেলেন। যেটি আকারে প্রথিবীর অর্ধেক। এই গ্রহটির অবস্থান হাজার আলোকবর্ষ দূরে। নাসা প্রেরিত কেপলার মিশনের তথ্য অনুসারে নতুন ১৭টি গ্রহের অস্তিত্ব খুঁজে পেয়েছেন মিচেল কুনিমোটোর নামে ওই ছাত্রী। এই তথ্য জ্যোতির্বিজ্ঞানের একটি জার্নালে প্রকাশিত হয়। নতুন এই গ্রহটির নাম দেওয়া হয়েছে কেআইসি-৭৩৪০২৮৮। কুনিমোটরের এই আবিষ্কার বিশেষ গুরুত্বপূর্ণ। এর বিশেষ গুরুত্ব হলো এটি বাসযোগ্য হতে পারে। কারণ কেআইসি -৭৩৪০২৮৮এই গ্রহটিতে পাথরের উপস্থিতি পাওয়া গেছে। প্রসঙ্গত, যে গ্রহে পাথরের নিচে জলের অস্তিত্ব পাওয়া যায় সেখানে প্রাণের উপস্থিতির সম্ভাবনা থাকে। নতুন এই গ্রহে গ্যাসের উপস্থিতও কম। গ্রহটিতে ১৪২.৫ দিনে এক বছর সম্পর্ণ হয়। গ্রহটির গড় দূরত্ব রয়েছে ০.৪৪৪ এইড (সূর্য থেকে)। এই আবিষ্কারের বিষয়ে কুনিমোটর জানিয়েছেন, গ্রহটি হাজার আলোকবর্ষ দূরে অবস্থান করছে। জ্যোতির্বিজ্ঞানী কুনিমোটর প্রায় ২ লক্ষ নক্ষত্রর গতিপ্রকৃতি নিয়ে গবেষণা করেন যার মধ্যে সকলে কেআইসি -৭৩৪০২৮৮ গ্রহটি নিয়ে বিশেষ আশাবাদী। কারণ এই গ্রহটিতে প্রাণের সম্ভাবনা রয়েছে বলে জোতির্বিজ্ঞানীরা মনে করছেন।

Related posts

Leave a Comment