৪৮০ আসনে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফিটার, ওয়েল্ডার, মেকানিক্যাল (ডিএসএল), কার্পেন্টার এবং ইলেকট্রিশিয়ান ট্রেডে ৪৮০ আসনে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে সেন্ট্রাল রেলওয়ে। ঝাঁসির ডিআরএম অফিসের অধীনে ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হবে ঝাঁসিতে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সংরক্ষণ আছে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন রেলওয়ে বোর্ডের নিয়ম অনুযায়ী।
শূন্যপদ — ফিটার ২৮৬, ওয়েল্ডার (গ্যাস এন্ড ইলেকট্রিক) ১১, মেকানিক্যাল (ডিএসএল) ৮৪, কার্পেন্টার ১১, ইলেকট্রিশিয়ান ৮৮। ৩ শতাংশ আসন প্রাক্তন সমরকর্মী ও তাদের সন্তানদের, আর্মড ফোর্সেস পার্সোনেলের সন্তানদের জন্য সংরক্ষিত।
অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডের এনসিভিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। ১৭.০৩.২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
প্রথমে মেধার ভিত্তিতে মোট আসনের দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে বাছাই করা হবে। এরপর নথিপত্র যাচাই এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রার্থিবাছাই করা হবে। বাছাইদের মেধাতালিকা পাবেন www.ncr.indianrailways.gov.in/ ওয়েবসাইটে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১৭০ (দরখাস্তের ফি ১০০+ পোর্টাল ফি ৭০) (তফশিলি/ প্রতিবন্ধী/ মহিলা হলে ৭০) টাকা ও এরসাথে প্রয়োজনীয় জিএসটি। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ আইএমপিএস/ ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে ১৬ এপ্রিলের মধ্যে।
দরখাস্ত অনলাইন রেজিস্ট্রেশন করবেন www.mponline.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৬ এপ্রিলের মধ্যে। প্রার্থীরা চাইলে বাছাই প্রক্রিয়া চলাকালীন তাঁর দরখাস্ত বাতিলও করতে পারেন। নোটিফিকেশন নং 01/2020/JHS. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
দরখাস্ত অনলাইন রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: এখানে

