২০২৩ বিশ্বকাপের যোগ্যতা নির্ধারক ওডিআই সুপার লিগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আইসিসি ওডিআই সুপার লিগ চালু করছে আইসিসি।সূত্রের খবর, ২০২৩-এর বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক হিসেবে বিবেচিত হবে এই লীগ।২০২৩সালে ক্রিকেট বিশ্বকাপ হতে চলেছে ভারতে ।জানা গিয়েছে,আগামী ৩০ জুলাই ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচ দিয়ে ওডিআই সুপার লিগ চালু হয়ে যাবে।আরও জানা যায়, ২০২৩-র বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ১৩ দলের মধ্যে লড়াই হবে।আয়োজক দেশ হিসেবে ভারত টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করবে। আবার ৪টি হোম ও ৪টি অ্যাওয়ে ম্যাচ থেকে অন্য ৭টি দল যোগ্যতা অর্জন করবে। ক্রীড়াসূচি খুব শীঘ্রই তৈরি হবে বলে জানা যায়।আবার যে দলগুলি প্রথম আটে থাকবে না সেই দলগুলি অ্যাসোসিয়েট দলগুলির সঙ্গে একটি যোগ্যতা নির্ণায়ক টুর্নামেন্টে অংশ নেবে।এরপর দুটি দল বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করতে পারবে।নিয়ম অনুযায়ী জানা গিয়েছে, জয় পেলে ১০ পয়েন্ট এবং টাই করলে পাঁচ পয়েন্ট মিলবে। দলগুলি পছন্দমতো সূচি তৈরি করার সুযোগ পাবে। দুই সুপার লিগে অংশগ্রহণ করবে আইসিসি-র ১২ পূর্ণ সদস্য দেশ ও নেদারল্যান্ডস।

