Jadavpur University-2Education Others 

ফোন ব্যাঙ্কের মাধ্যমে অনলাইনে পড়াশোনার প্রস্তাব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে ক্লাস দীর্ঘদিন বন্ধ। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়াশোনা আবার শুরুর জন্য মোবাইল ও ইন্টারনেট পরিষেবা পড়ুয়াদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, এর জন্য রাজ্য সরকার, বণিকসভা ও প্রাক্তনীদের কাছে সাহায্যের আবেদন করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (জুটা)-র পক্ষ থেকে উপাচার্যের কাছে প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি, প্রয়োজনে পড়ুয়াদের টেলিফোনের মাধ্যমে পড়াশোনা করানোর আবেদন রাখা হয়।

সূত্রের আরও খবর, প্রস্তাব ছিল, যে সব পড়ুয়ার কাছে অনলাইন পঠন-পাঠনের জন্য স্মার্টফোন নেই কিংবা স্মার্টফোন থাকলেও ইন্টারনেট পরিষেবা নেই, তাঁদের জন্য স্মার্টফোন ও ইন্টারনেট পরিষেবা দেওয়ার ব্যবস্থা করুক কর্তৃপক্ষ। অন্যদিকে জুটার বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের তথ্যভাণ্ডারে সংশ্লিষ্ট শিক্ষকেরা তাঁদের অডিও-ভিডিও নোটস, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনস আপলোড করে দিক। এক্ষেত্রে পড়ুয়ারা তা দেখে না বুঝতে পারলে সেই বিষয়গুলি টেলিফোনের মাধ্যমে শিক্ষকরা পরিষ্কার করে দেবেন। উল্লেখ্য, একটি সমীক্ষা করে দেখা যায় প্রায় ৫০০ পড়ুয়ার স্মার্টফোনের পাশাপাশি দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ নেই। এমন পড়ুয়ার সংখ্যার এখন গণনা চলছে বলেও জানা গিয়েছে।

এরপর সিদ্ধান্ত হয়, পড়ুয়াদের প্রয়োজন অনুযায়ী মোবাইল ডেটা-সহ স্মার্টফোন, দ্রুত ইন্টারনেট সংযোগ দেওয়া হোক। এরজন্য একটি মোবাইল ফোন ব্যাঙ্ক তৈরি হোক। সেখান থেকে প্রয়োজনে পড়ুয়ারা ফোন নেবেন। প্রয়োজন মিটে গেলে পুনরায় ফেরৎ দেবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, প্রাথমিকভাবে দেখা গিয়েছে এর জন্য টাকা খরচ হবে প্রায় ৪০ লক্ষ টাকা। উপাচার্য আরও জানিয়েছেন, রাজ্য সরকার, ৪টি বণিকসভা ও প্রাক্তনী সংসদকে এই খরচ বহনের বিষয়ে অনুরোধ জানিয়ে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। এরপর শিক্ষকদেরও দেওয়া হবে। আগামী ২৩ আগস্ট থেকে ক্লাস শুরু করার কথা ভাবা হচ্ছে।

Related posts

Leave a Comment