Eastern RailwaysBreaking News Travel 

দুষ্কৃতীমূলক কার্যকলাপ রুখতে সাইবার সেল পূর্বরেলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে কার্যত বন্ধ রেল পরিষেবা। সঙ্গে বাড়ছে দুষ্কৃতীমূলক কার্যকলাপ। আধুনিক ডিজিটাল প্রযুক্তি কাজে লাগাচ্ছে দুষ্কৃতীরা। এবার তার মোকাবিলায় সাইবার সেল খুলল পূর্বরেল। সূত্রের খবর, ১৫ আগস্ট সংস্থার প্রথম সাইবার সেল ইউনিটের উদ্বোধন করেন পূর্বরেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মা। জানা গিয়েছে, এই দপ্তরে সাইবার ফরেন্সিক ট্রেনিং সেল ও সাইবার ল্যাবও রয়েছে। এই দপ্তরটি হাওড়ার লিলুয়ায়। আশা করা হচ্ছে, এই দপ্তরের ফলে আধুনিক প্রযুক্তির সাহায্যে দুষ্কৃতীদের সঙ্গে লড়াই করতে পারবে রেলরক্ষীবাহিনী।

Related posts

Leave a Comment