binod dikshitLifestyle Others 

পুলিশ হতে প্রত্যয়ী দুঃস্থ কিশোরের পাশে অফিসার বিনোদ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ পুলিশ হতে প্রত্যয়ী দুঃস্থ-অভাবী কিশোর।রাতে ল্যাম্পপোস্টের আলোয় সে অঙ্ক, ইংরেজি শিখছেন পুলিশ অফিসারের কাছে।কখনও এটিএমের সামনে, আবার পথের ধারে বাতিস্তম্ভের নিচে শুরু হয় লেখাপড়া। পুলিশ ভ্যানের বনেটের উপর খাতা বই নিয়ে প্রতিদিন পড়াশোনা করে একটি ছোট ছেলে।ওই বালককে দেখে মনে পড়বে বিদ্যাসাগরের কথা।বই খাতা নিয়ে এক পুলিশকর্মীও পাশে দাঁড়িয়েছেন ।পথচলতি মানুষ এমন দৃশ্য দেখছেন রোজই। ছোট ছেলেটির নাম রাজ।বয়স ১২ বছর। ছেলেটির একান্ত ইচ্ছা সে পুলিশ হবে। ইতিমধ্যে এক পুলিশ অফিসারকে অনুরোধ করে নিজের শিক্ষক বানিয়ে ফেলেছে ওই কিশোর । ওই পুলিশ অফিসারের নাম বিনোদ দীক্ষিত। তিনিই এখন ওই কিশোরের মাস্টার মশাই ও সম্মানীয় “চাচাজি”। প্রতিদিন ছেলেটিকে রাতে নিয়ম মেনে পড়াশোনা করান বিনোদ।এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্র বহু মানুষ প্রশংসা করেছে। রীতিমতো ভাইরাল বিষয়টি।বিনোদ ও রাজের প্রশংসা করছেন বহু মানুষ।

Related posts

Leave a Comment