Old Man-1Health Others 

গরমের শুরুতে বয়স্ক-শিশুদের সাবধানে থাকাটা জরুরি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এই সময় বয়স্ক ও শিশুদের নিউমোনিয়া থেকে সাবধানে থাকাটা বিশেষ জরুরি। শীতের পর গরমের শুরু। ফুসফুস সংক্রমণের অসুখ বেড়ে যায় দ্রুত। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, জীবাণুর দল শ্বাসনালী পার হয়ে ফুসফুসে পৌঁছালেই নিউমোনিয়া হতে পারে। আবার ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি ভাইরাস ও নিউমো কক্কাস ব্যাকটেরিয়া ও বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণে নিউমোনিয়া হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞ চিকিৎসকরা আরও জানিয়েছেন, জীবাণুর প্রকৃতির ওপর নিউমোনিয়ার ধরন নির্ভর করে। এটি সব বয়সেই হওয়ার সম্ভাবনা থেকে যায়। এক্ষেত্রে যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাঁদের সংক্রমণ মারাত্মক হয়ে উঠতে পারে। শিশু ও বয়স্কদেরই এই রোগের প্রবণতা বাড়ে এই সময়েই। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন, শিশু, বয়স্ক, সিওপিডি রোগী, কিডনির সমস্যায় আক্রান্ত বা ট্রান্সপ্লান্ট রোগীদের জন্য নিউমোনিয়া বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়াটা জরুরি। বুকে ব্যথা, জ্বর, কফ-সহ কাশি এই রোগের প্রধান উপসর্গ। কফ সবুজ, হলুদ বা অনেক সময় কফে রক্তও দেখা যেতে পারে। রক্ত ও কফ পরীক্ষার পর এই রোগের চিকিৎসা ব্যবস্থা করে থাকেন চিকিৎসকরা। বয়স্ক এবং সিওপিডি-র রোগীদের ক্ষেত্রে এই রোগ বিপদ ডেকে আনতে পারে। অনেক সময় ফুসফুস দুর্বল হয়ে শ্বাসকষ্ট শুরু হতে পারে। এক্ষেত্রে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের সঙ্গে দরকার মত অক্সিজেন বা নেবুলাইজার দিয়ে থাকেন চিকিৎসকরা। এমনকী রোগীকে ভেন্টিলেশনে দেওয়ারও প্রয়োজন পড়ে। বয়স্ক বা নিউমোনিয়াপ্রবণ মানুষদের ঋতু পরিবর্তনের সময় সাবধানে থাকাটা একান্ত জরুরি। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে চিকিৎসকরা বলছেন, বৃষ্টিতে ভেজা ও শীতে ঠান্ডা লাগানো যাবে না। আবার গরম পড়লে বারেবারে এসি বা নন এসি-তে যাতায়াত না করাই ভাল। এই সময় ধূমপান করাটাও ক্ষতিকারক। পাশাপাশি ধুলো ধোঁয়ার মত দূষণ থেকে দূরে থাকাটা আবশ্যিক। সুষম খাবার ও পরিমাণ মত জলপান করাটাও জরুরি।

Related posts

Leave a Comment