ব্যারাকপুরে বন্ধ হলো জুটমিল, কাজ হারালেন আড়াই হাজার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এবার শ্রমিক-মালিক বিরোধের জেরে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে তালা পড়লো টিটাগড় এম্পায়ার জুটমিলে। কর্মহীন হয়ে পড়লেন কমপক্ষে আড়াই হাজার শ্রমিক।
শ্রমিক সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই গতকাল সকালেও টিটাগড় এম্পায়ার জুটমিলে সকালের শিফটে কাজে যোগ দিতে গিয়েছিলেন কারখানার শ্রমিকরা। কিন্তু সেখানে পৌঁছে তাঁরা দেখেন জুটমিলের গেটে মিল বন্ধের নোটিশ ঝুলছে। ওই নোটিশে কর্তৃপক্ষের তরফে সাফ জানানো হয়েছে, ‘জুটমিলে কাজের কোনো পরিবেশ নেই। শ্রমিকরা কারখানায় উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে মালিকপক্ষের বিরুদ্ধে আন্দোলন করতে ব্যস্ত থাকেন। যার ফলে কর্তৃপক্ষের আর্থিক ক্ষতি হচ্ছে। একপ্রকার বাধ্য হয়েই কর্তৃপক্ষ কারখানার উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।’ অন্যদিকে, মালিক পক্ষের এই দাবি মেনে নিতে নারাজ শ্রমিকরা। তাঁরা দাবি করেছেন, মালিকপক্ষ ইচ্ছাকৃতভাবে জুটমিলের উৎপাদন বন্ধ করে দিয়েছে।