HostelEducation 

দিনের পর দিন হোস্টেল বন্ধ থাকায় বিপাকে ছাত্রীরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বাঁকুড়ার বিষ্ণুপুর পরিমল দেবী উচ্চ বালিকা বিদ্যালয়ের হোষ্টেলটি প্রায় এক মাস ধরে বন্ধ রযেছে৷ আবাসিক ও তাঁদের অভিভাবকরা জেলাশাসকের দফতরে অভিযোগ করতে যান।কিন্তু করোনা আতঙ্কে অভিযোগ কেন্দ্রটি বন্ধ রয়েছে।তাই তারা একপ্রকার বাধ্য হয়েই অভিযোগ না করে ফিরে আসেন। সবচেয়ে বেশী সমস্যায় পড়েছেন আবাসিক মাধ্যমিক ও উচ্চ পরীক্ষার্থীরা। এদিন হোষ্টেলটি পুনরায় চালু করার জন্য প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে জেলাশাসকের দফতরে উপস্থিত হয় আবাসিক ও তাদের অভিভাবকরা। হোষ্টেলের আবাসিক সুমিতা সোরেন, শ্রাবণী সোরেনরা বলেন, ‘গত ২০ ফেব্রুয়ারি থেকে আমাদের হোষ্টেলটি বন্ধ রয়েছে। ফলে আমাদের বাড়ি থেকে স্কুলে আসতে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পড়াশুনারও ক্ষতি হচ্ছে।’ এদিকে আবাসিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা বাড়ি থেকে যাতায়াত করে পরীক্ষা দিচ্ছে। ছাত্রীদের ক্ষেত্রেও একই সমস্যা। বিষ্ণুপুর পরিমল দেবী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌটুসী চন্দ্র হোষ্টেলের সমস্যার কথা স্বীকার করে নেন। তিনি বলেন, হোষ্টেল সুপারের কাছ থেকে আমি খরচের বিল, ভাউচার চায়তেই উনি আমার নামে ভিত্তিহীন অভিযোগ শুরু করেন।এবং হঠাৎই হোষ্টেল বন্ধ করে দেন।বর্তমানে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে ২৭ মার্চ পর্যন্ত হোষ্টেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পরীক্ষা শেষ হলে হোষ্টেল পরিষেবা পুনরায় চালু হবে। অপরদিকে সমস্যার স্থায়ী সমাধানে একজন সুপার, নাইট গার্ড সহ চার জন কর্মী নিয়োগ হলেই হোষ্টেল পরিচালনার সুবিধা হবে বলে তিনি জানান।

Related posts

Leave a Comment