১৮ বছর পরও বিচারের প্রতীক্ষায় বৃদ্ধা মা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ঘটনাটি ঘটেছিল ২০০২সালের আগস্ট মাসের শেষ সপ্তাহে।পরিবার সূত্রে জানা যায়, সরকারি কর্মচারী প্রবর সেন কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্ত আর ফিরে আসেনি বাড়িতে।এরপর ১৮ বছর কেটে গেলেও ছেলের রহস্য জনক মৃত্যুর বিচার পাননি এক বৃদ্ধা মা। বাঘাযতীনের রাজা সুবোধচন্দ্র মল্লিক রোডের বাসিন্দা বৃদ্ধা মা শিলা সেনের এই দুরাবস্থা। আদালত ও পুলিশ প্রশাসনের দরজায় দরজায় ঘুরে নাকাল বৃদ্ধা ক্ষোভ প্রকাশ করে জানালেন, প্রতিদিন শুনি নানা মামলার রায় বেরচ্ছে। কিন্ত আমার ছেলের মৃত্যু মামলার বিচার কেন থমকে রয়েছে, তা বুঝতে পারছি না। এক্ষেত্রে বদলি পাঁচ বিচারক এবং পরিবর্তন হয়েছে তিন সরকারি আইনজীবীরও। সুরাহা মেলেনি বৃদ্ধার। শেষ পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার সহকারী মুখ্য সরকারী আইনজীবী শিবনাথ অধিকারীর দৃষ্টি আকর্ষণ করা হলে তাঁর মন্তব্য,মামলাটি কোন অবস্থায় পড়ে রয়েছে,তা আমরা খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।