কাল থেকে শুরু বাংলার কবিতা উৎসব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলা কবিতা পার্বণ শুরু হচ্ছে কাল। ৪ দিন ধরে এই কবিতা উৎসব অনুষ্ঠিত হবে। রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, অবনীন্দ্র সভাঘর, বাংলা আকাদেমি সভাগৃহ, চারুকলা পর্ষদ ও একতারা মুক্তমঞ্চে চলবে এই কবিতা উৎসব। চতুর্থ বছরে পা রেখেছে এই কবিতা পার্বণ। আয়োজক সূত্রের খবর, কবিতা উৎসবে প্রায় ৭০০ জন কবি, সমালোচক ও বাচিক শিল্পী অংশগ্রহণ করবেন। ৬টি মঞ্চে একই সঙ্গে চলবে এই কবিতা উৎসব। কবিতা, আবৃত্তি, আলোচনা ছাড়াও পরিবেশিত হবে কবিতার গানও। প্রদর্শিত হবে কবিতার লিটল ম্যাগাজিনের। থাকছে বইয়ের স্টলও।কাল বিকালে একতারা মঞ্চে কবিতা উৎসবের উদ্বোধন করবেন চিত্রশিল্পী এবং সাংসদ যোগেন চৌধুরী। উপস্থিত থাকার কথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন, কবি ও আকাদেমির সভাপতি সুবোধ সরকার প্রমুখদের।