CabHealth 

কলকাতার রাস্তায় প্যাডম্যান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ক্যাবে ন্যাপকিন রেখে প্রচারে শহরের প্যাডম্যান। অনেক সময় রাস্তায় বা অ্যাপ ক্যাবে চলার সময় মেয়েরা ঋতুস্রাবের সমস্যায় জেরবার হন। সেই সমস্যার কথা মাথায় রেখেই এ বার থেকে অ্যাপ ক্যাবে স্যানিটারি ন্যাপকিন রাখার বিষয়ে উদ্যোগী হয়েছেন ‘কলকাতার প্যাডম্যান’ শোভন মুখোপাধ্যায়। সূত্রের খবর, শহরের একাধিক গণশৌচাগারে ন্যাপকিন রাখার বন্দোবস্ত করা হয়েছে। ইতিমধ্যেই বাঁশদ্রোণীর ওই যুবক ন্যাপকিন নিয়ে প্রচার অভিযান চালিয়ে আসছেন। শুধু গণশৌচাগারেই নয় অ্যাপ ক্যাবেও প্রয়োজনে মহিলারা যাতে সাহায্য পেতে পারেন সেই কাজই করছেন শোভনবাবু।

সূত্রের আরও খবর, শহরের বেশ কিছু ক্যাব মালিকদের সম্মতিতে ন্যাপকিন রাখার ব্যবস্থা করা হচ্ছে ক্যাবে। জানা গিয়েছে, এপ্রিলের মধ্যে শহরের বেশিরভাগ ক্যাবে ন্যাপকিন রেখে মহিলাদের সহযোগিতার হাত বাড়ানোই লক্ষ্য তাঁর। এক্ষেত্রে তাঁর বক্তব্য, রাস্তায় বেরিয়ে যাতে সহজেই মহিলারা ন্যাপকিন পেতে পারেন সেই ব্যবস্থা করতে এই উদ্যোগ। সেই সঙ্গে এর মাধ্যমে ন্যাপকিন নিয়ে সচেতনতা প্রচারও সম্ভব। এমনকি গাড়িচালক এবং যাত্রীদের একাংশের মধ্যে এ নিয়ে যে গোঁড়ামি রয়েছে তার গোড়ায় আঘাত করা যাবে।

Related posts

Leave a Comment