Pan and Aadhar Card-1Others 

প্যান-আধার যোগের সময়সীমা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্যানের সঙ্গে আধার নম্বর যোগের সময়সীমা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। প্রত্যক্ষ কর পর্ষদ সূত্রে জানানো হয়েছে, করোনা আবহের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ করা যায়, ৩০ সেপ্টেম্বর এই মেয়াদ শেষের কথা ছিল। অন্যদিকে আয়কর আইন অনুযায়ী জরিমানা প্রক্রিয়া শেষ করার সময় ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি একই সময় পর্যন্ত বেড়েছে বেনামি সম্পত্তি লেনদেন প্রতিরোধ আইনে বিচার কর্তৃপক্ষের নোটিস পাঠানো ও নির্দেশ দেওয়ার সময়ও।

Related posts

Leave a Comment