“গজল কিং” আজ আর নেই
বিশিষ্ট গজল গায়ক পঙ্কজ উধাস সুরলোকে যাত্রা করলেন। এই সঙ্গীতশিল্পীর জীবন ৭২ বছর বয়সে থেমে গেল। তাঁর কণ্ঠস্বর মুগ্ধ করেছে সঙ্গীত প্রেমীদের ।
গজলের মতো সঙ্গীতকে রুপোলি পর্দায় নিয়ে আসার নেপথ্যে অন্যতম ছিলেন পঙ্কজ উধাস। তাঁর গাওয়া একাধিক গজল হিন্দি সিনেমায় জনপ্রিয়তা এনে দিয়েছিল। চিরতরে বিদায় নিলেন “অউর আহিস্তা কি জিয়ে বাতে….”র গায়ক। ১৯৯৩ সালে হিন্দি সিনেমায় “ইয়াদ” ছবিতে গাওয়া পঙ্কজের “চিঠ্ঠি আয়ি হ্যায়” গানটি দারুন জনপ্রিয়তা অর্জন করে। বলিউডে তাঁর গাওয়া আরও গজল সুপারহিট হয়েছে। সেই “গজল কিং” আজ আর নেই ।

