Others 

পেনশনে রদবদল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কর্মী প্রভিডেন্ট ফান্ড দফতর মিউটেশন খাতে বাড়তি পেনশন হিসাবে ৮৬৮কোটি এবং বকেয়া হিসেবে ১০৫ কোটি মঞ্জুর করেছে।সূত্রের খবর জানা গিয়েছে, পিএফ প্রকল্পে যাঁরা পেনশন পান, তাঁরা সেই পেনশনের একাংশ বিক্রি করে সেই টাকা গ্রহণ করতে পারেন। এ ক্ষেত্রে মাসিক পেনশনের অঙ্ক কমে আসে।আবার গ্রাহকদের দাবি অনুযায়ী, পেনশন বিক্রির ১৫ বছর অতিক্রম করলে ফের পূর্বের অঙ্কের পেনশন ফিরিয়ে আনা হয়েছে।

Related posts

Leave a Comment