winter and delhiEnviornment Others 

অক্টোবর মাসেই শীত-কাঁপুনি দিল্লির বুকে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এ বছর কি আসছে জাঁকিয়ে শীত, তা নিয়ে ভাবনা বিভিন্ন মহলে।এখনই শীতের আভাস। সূত্রের খবর, ৫৮ বছরের মধ্যে শীতলতম অক্টোবর মাস দেখল দিল্লির মানুষ।
অক্টোবরেই শীত কাঁপুনি ধরিয়ে দিল দিল্লিতে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবর মাসে দিল্লির গড় সর্বনিম্ন তাপমাত্রা থাকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এ বছর অক্টোবর মাসে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রার গড় ছিল ১৭.২ সেলসিয়াস এবং তার আশেপাশে ৷ সূত্রের আরও খবর, ১৯৬২ সালের পর এই প্রথম অক্টোবর মাসে দিল্লির তাপমাত্রা এতটা নীচে নেমে গেল। ওই সালে অক্টোবর মাসে রাজধানী দিল্লির গড় সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস ৷
আবহাওয়া বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন,দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস ৷ গত ২৬ বছরে যা সর্বনিম্ন ৷ ১৯৯৪ সালে দিল্লির তাপমাত্রা এই সময় নেমে গিয়েছিল। ৩১ অক্টোবর দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস ৷ অন্যদিকে দিল্লিতে এখন সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির আশেপাশে থাকা উচিত বলে মনে করছেন আবহাওয়াবিদরা।আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, দিল্লির আকাশ এখন পরিষ্কার ও মেঘমুক্ত ৷ যার প্রভাবে তাপমাত্রা এত নেমে গিয়েছে ৷ মেঘ না থাকায় এই অবস্থা। আবার জোরে বাতাস না থাকায় কুয়াশাও তৈরি হচ্ছে। পাশাপাশি পরিসংখ্যান অনুযায়ী জানানো হয়েছে,১৯৩৭ সালের ৩১ অক্টোবর দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, যা সর্বকালীন রেকর্ড হিসাবে রয়েছে ৷

Related posts

Leave a Comment