Petrol PumpOthers World 

বিশ্ব বাজারে তেলের দাম তলানিতে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টানা ৪ দিন দেশে পেট্রল, ডিজেলের দামে বিন্দুমাত্র নড়াচড়া হয়নি। জানা গিয়েছে, কলকাতায় আইওসি-র পেট্রল পাম্পে জ্বালানি দুটি বিক্রি হচ্ছে লিটার পিছু যথাক্রমে ৭২.২৯ ও ৬৪.৬২ টাকা দামে। উল্লেখ্য, অশোধিত তেল থেকে পেট্রল ও ডিজেল তৈরি হয়। বিশ্ব বাজারে তার দাম তলিয়ে গিয়েছে দেড় দশকেরও বেশি সময়ের নিচে। অন্যদিকে ২০০৩ সালের পর এই প্রথম ব্রেন্ট ক্রুড ব্যারেল পিছু নেমেছে ২৬.০৬ ডলারে। আবার মার্কিন ক্রুড ২০০২ সালের পরে প্রথমবার হয়েছে ২৪.১৩ ডলার। বিভিন্ন মহলের প্রশ্ন, অশোধিত তেলের দাম বাড়লে পেট্রল-ডিজেলে তার প্রভাব পড়ে। বর্তমান সময়ে অশোধিত তেলই দ্রুত ফিরে যাচ্ছে প্রায় দু-দশক পেছনে। এই কদিনে দেশের বাজারে পেট্রোপণ্য একই দামে বিকোচ্ছে, তা নিয়ে উঠছে প্রশ্নও।

Related posts

Leave a Comment