করোনার কাঁপুনি শেয়ার বাজারে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনার কাঁপুনি শেয়ার বাজারে। ভাইরাসের জেরে বিশ্ব জুড়ে আর্থিক মন্দার সম্ভাবনা। অন্যদিকে, ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমানো। এই দুইয়ের জেরে সেনসেক্স এক ধাক্কায় পড়ল ১৭০৯.৫৮ পয়েন্ট। বাজার বন্ধের সময় তা দাঁড়িয়েছে ২৮,৮৬৯.৫১ অঙ্কে। ৩ বছর পরে সূচকটি ফের ফিরে এল ২৮ বছরের ঘরে। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ২ মার্চ সূচক শেষ হয়েছিল ২৮,৮৩৯ অঙ্কে। আবার নিফটিও ৪৯৮.২৫ পয়েন্ট পড়ে থেমেছে ৮৪৬৯ অঙ্কে। কেবলমাত্র ভারতেই নয়, বিশ্ব বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। পড়ে গিয়েছে এশিয়া ও ইউরোপের সূচক। মার্কিন শেয়ার বাজারে এস অ্যান্ড পি ৫০০ সূচকটি ফের ৭ শতাংশ পড়ে যাওয়ায় বন্ধ রাখতে হয় লেনদেন। খোলার পরে তা আরও নামে। ২০০০ পয়েন্টের বেশি পড়ে ১৯ হাজারের ঘরে নেমেছে আর এক মার্কিন সূচক ডাও জোন্স-ও।