ছয়ের দশকের বিশিষ্ট কবি রানা চট্টোপাধ্যায় প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:প্রয়াত হলেন কবি রানা চট্টোপাধ্যায়।ছয়ের দশকের বিশিষ্ট কবি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২বছর। কবিতা,প্রবন্ধ ও নাটক মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল ২০টির মতো। “সামনে প্রিয়তম পথ “তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।”এসো মৃত্যুর হাওয়ায়”সহ একাধিক কাব্যগ্রন্থ তিনি লিখেছেন।”জিগীষা “সাহিত্য পত্রিকা দীর্ঘকাল সম্পাদকও করেছেন।
.