প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ফাঁস প্রশ্নপত্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গতকাল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের পর এবার দ্বিতীয় দিনে ইংরেজী পরীক্ষায় প্রশ্নপত্র টিকটকের মাধ্যমে ভাইরাল। আজকেই অন্য আরেকটি জায়গায় পরীক্ষা কেন্দ্রে স্মার্ট ফোন নিয়ে যাওয়ার অভিযোগে এক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্র থেকে বহিস্কার করা হয়। মধ্যশিক্ষা পর্ষদের কড়া ব্যবস্থা এবং প্রশাসনিক নজরদারি সত্ত্বেও ফের মাধ্যমিকের দ্বিতীয় দিনেও প্রশ্ন ফাঁসের অভিযোগে রাজ্য জুড়ে উত্তেজনা প্রবল।
সূত্রের খবর, ওসমান আলী নামে বাহারাল স্কুলের এক ছাত্র তার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র বৈদ্যনাথপুর স্কুলে পরীক্ষা দিতে যায়। পরীক্ষা চলাকালীন ওই ছাত্রের কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করেন কর্তব্যরত পরীক্ষক। তার খাতা কেড়ে নেওয়া হয় এবং তাকে বহিস্কার করা হয়। অভিযুক্ত পরীক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় বসতে পারবে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও তরফ থেকে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি।
পর্ষদের বহু সতর্কতা সত্ত্বেও এবারও প্রথম ভাষা বাংলার পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল প্রশ্নপত্র। তারপর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল পর্ষদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এখনো পর্যন্ত পর্ষদ সভাপতির থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রশ্নপত্র আমার বাংলা-র পক্ষ থেকে যাচাই করা হয়নি।