শ্রীরামকৃষ্ণ স্মরণে অন্তরে এক নতুন উপলব্ধি
স্মরণ-মনন ও ধ্যানে তন্ময় শ্রীরামকৃষ্ণ। তাঁর পাদপদ্মে আমাদের হৃদয়ের আকুল প্রার্থনা নিবেদন করি। শ্রীরামকৃষ্ণের মধুরভাব সাধনায় আমরা অবাক হই। শ্রীরামকৃষ্ণ বলেছেন,”ঈশ্বর সকলের ভিতরেই আছেন ,কিন্তু সকলে তাঁর ভিতরে নাই। এজন্যই লোকের এতো দুঃখ । ” তাঁর উপদেশ আমাদের নতুন করে ভাবতে শেখায় । জীবনে চলার পথে তাঁর বাণী পথ-নির্দেশ দিয়ে যায়। এক ভিন্ন অনুভূতি জাগে মনে। রামকৃষ্ণ স্মরণে অন্তরে এক নতুন উপলব্ধি তৈরি হয়। তাঁর একটি উপদেশ হল-“যতক্ষণ তোমার সঙ্গে বাসনা,ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হল তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ।” প্রতি মুহূর্তে শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীতে আমরা ধন্য হই।

