নিজেকে ফিট রাখার অভ্যাস ত্যাগ করেননি সিন্ধু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মার্চ মাসের তৃতীয় সপ্তাহে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতা থেকে ভারতে ফিরেছিলেন পিভি সিন্ধু। বিদেশ থেকে ফেরার পর কোয়ারেন্টাইনের নিয়ম মেনে নিজের বাড়িতেই বন্দি রয়েছেন। গৃহবন্দি থাকা অবস্থার মধ্যে সিন্ধু জানালেন, আমি কঠোরভাবেই মেনেছি কোয়ারেন্টাইন নিয়ম। গত ১৪ দিন আমি বাড়িতে নিজের ঘরেই আবদ্ধ ছিলাম। বাড়ির লোকজনদের সঙ্গে সেইভাবে মেলামেশা করিনি। আমার দিদির বাড়ি পাশেই। তার দেড় বছরের ছেলেকে পর্যন্ত আদর করার চেষ্টা করিনি। গত কয়েকদিন ওকে দেখেছি স্রেফ ভিডিও কলের মাধ্যমে। তবে ঘরের মধ্যে থাকলেও নিজেকে ফিট রাখার অভ্যাস ত্যাগ করেননি সিন্ধু। তাঁর আরও মন্তব্য, “প্রতিদিন দেড়-দু-ঘন্টা ঘরেই শরীরচর্চা করেছি। রাকেট হাতে স্যাডো প্র্যাকটিসও করেছি। হাইজাম্প দিয়েছি মাঝে মধ্যে। নিজের ফিটনেস ধরে রাখার ব্যাপারে গোপী স্যারের পরামর্শ কখনও অমান্য করি না।” তিনি আরও জানালেন, হায়দরাবাদে থাকলে কাকভোরে উঠে তাঁর অ্যাকাডেমিতে প্র্যাকটিসে নেমে পড়াই ছিল দস্তুর। কোয়ারেন্টাইনের সময়ে আমি ঘুম থেকে দেরি করে উঠতাম। তাই দিনটা শুরু হত কিছুটা বিলম্বে। শেষ কবে টানা দু-সপ্তাহ বাড়িতে থেকেছি মনে করতে পারছি না। ঘরে থাকতে থাকতে মাঝে-মাঝে বিরক্তও লাগত। আর তা থেকে মুক্তি পেতে প্রচুর সিনেমা দেখেছি টিভিতে। হিন্দি, তেলেগু ও ইংরাজি কোনও ভাষার সিনেমাই বাদ যায়নি। এত সিনেমা দেখেছি যেসব সিনেমার নাম এখন আর মনে করতেও পারছি না। আবার কখনও মোবাইলে দেখেছি কিছু বাছাই করা হিন্দি গানের অ্যালবাম।