বিপর্যয় মোকাবিলা তহবিলে পশ্চিমবঙ্গকে ৫০৫ কোটি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যকে ৫০৫কোটি দিচ্ছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও কনফারেন্সিঙ বৈঠক হওয়ার পরদিন রাজ্যগুলির যৌথ বিপর্যয় মোকাবিলা তহবিলে ১১হাজার ৯২কোটি টাকা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিপর্যস্ত পরিস্থিতির প্রয়োজনে এই টাকা ব্যবহার করতে পারবে রাজ্যগুলি। স্টেট ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ফান্ডে এই টাকা তুলে দেওয়া হয় কেন্দ্রীয় উদ্যোগে। যার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার পাচ্ছে ৫০৫কোটি টাকা। সূত্রের খবর, অর্থমন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে,পঞ্চদশ অর্থকমিশনের সুপারিশ মেনে এই টাকা মঞ্জুর করা হয়েছে। রাজ্যগুলি তা এই বিপর্যস্ত পরিস্থিতিতে ব্যয় করতে পারবে।