গণবন্টন ব্যবস্থায় কড়া নজরদারি রাজ্য সরকারের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অনিয়মের অভিযোগ উঠলেই ব্যবস্থা। গণবন্টন ব্যবস্থায় কড়া নজরদারি রাজ্য সরকারের। সূত্রের খবর, গণবন্টন ব্যবস্থার সুরক্ষায় খাদ্য দপ্তরের আধিকারিক, জেলাশাসক, বিডিও, স্থানীয় পুলিশ-প্রশাসন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি-কে যুক্ত করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের আরও খবর, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুরুলিয়া, আলিপুরদুয়ার ও পূর্ব মেদিনীপুরে ১ জন করে রেশন ডিলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। এ ব্যাপারে খাদ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, প্রয়োজন ভিত্তিতে অফিসারদের প্রতিটি জেলায় পাঠানো হচ্ছে। অভিযোগ পেলে লা খতিয়ে দেখে সংশ্লিষ্ট রেশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।