সুদীপ্ত স্মরণে রক্তদান কর্মসূচি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সুদীপ্ত স্মরণে রক্তদান। সূত্রের খবর, ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুদিবস উপলক্ষে বামপন্থী ছাত্র সংগঠনগুলি রাজ্যব্যাপী রক্তদান কর্মসূচির আয়োজন করে। সব মিলিয়ে রাজ্যে ১ হাজারেরও বেশি বাম ছাত্রছাত্রী সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাঙ্কের পরিকাঠামো ব্যবহার করে রক্ত দিয়েছেন। এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন। আবার পাটুলিতে রাজ্যস্তরে আয়োজিত কর্মসূচি উপলক্ষে একটি বাড়ির ছাদে নিয়ম-বিধি মেনে ৩০ জনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। তিনি জানিয়েছেন, বিপর্যস্ত পরিস্থিতিতে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলির ভাঁড়ার প্রায় শূন্য। তাই সুদীপ্তকে স্মরণ করতে আমরা এই উদ্যোগ নিয়েছি।