Postal VanBreaking News Others 

দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা সামগ্রী ডাক বিভাগের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ওষুধ সরবরাহ করছে ডাক বিভাগ। বিপর্যস্ত পরিস্থিতিতে ওষুধ এবং ভেন্টিলেটর মেশিন-সহ অন্যান্য চিকিৎসা সামগ্রী দেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিচ্ছে ডাক বিভাগ। পণ্য পরিবহণকারী বিমান বা কার্গো ফ্লাইট চলাচল শুরু হওয়ায় তাদের সঙ্গে সমন্বয় রেখে এই কাজ করছে ডাক বিভাগ। লাল রঙের মেল ভ্যানগুলি চিঠি ও পার্সেল পাঠানোর পরিবর্তে এখন ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত পণ্য সরবরাহে কাজে লেগেছে। এর উদ্যোগ ডাক বিভাগের। পশ্চিমবঙ্গ সার্কেল সূত্রের খবর, রেলের মেল ভ্যানের মাধ্যমে সরকারি স্টোর থেকে ২ টন ওষুধ পাঠানো হয়েছে পাটনা ও বারাণসীতে। পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক পরিষেবাও যথাসাধ্য চালু রাখা হয়েছে। এই সার্কেল থেকে চলতি সপ্তাহের প্রথম দু-দিনেই মোট ২ লক্ষ ৮৪ হাজার লেনদেন হয়েছে। যার মূল্য প্রায় ৬১২ কোটি টাকা দাবি ডাক বিভাগের।

Related posts

Leave a Comment