পানীয় জলের অভাবে ভুগলেন হাওড়াবাসী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ হাওড়া শহরাঞ্চলে একটা বড় অংশের মানুষ পানীয় জলের অভাবে ভুগলেন। স্থানীয় সূত্রের খবর, হাওড়ায় ব্যাহত হয় জল পরিষেবা। তীব্র গরমের মধ্যেই জলের জন্য লাইন পরে যায় রাস্তার জলের কলে। অন্যদিকে হাওড়া পুরসভা সূত্রে জানানো হয়েছে, টিকিয়াপাড়ার ভু -গর্ভস্থ জলাধারের সুইচে পুড়ে যাওয়ায় ২১টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। তাতে গোটা পাম্পিং স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।এর জেরেই এই বিপত্তি ঘটে।