রবীন্দ্রভারতীতে স্থগিত হচ্ছে বসন্তোৎসব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রবীন্দ্রভারতীতে স্থগিত হচ্ছে বসন্তোৎসব। করোনা আবহে এই পরিস্থিতি। এবছর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব হবে না বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষ সূত্রের খবর, ক্যাম্পাস এখনও খোলেনি। করোনা সংক্রান্ত বিধি-নিষেধও বহাল থাকছে। উল্লেখ করা যায়, এবছর ক্যাম্পাসে বসন্তোৎসব পালিত হবে না। বিগত বছরগুলিতে বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে এই উৎসব পালিত হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, গত বছর বসন্ত উৎসব ঘিরে বিতর্কও তৈরি হয়। বিতর্ক তৈরি হওয়ার পর পরই করোনা পরিস্থিতি সামনে আসে। এরপর লকডাউন পর্ব শুরু হয়।

