এটিপি ক্রমতালিকায় ইতিহাসে রাফায়েল নাদাল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এটিপি ক্রমতালিকায় ইতিহাসে রাফায়েল নাদাল। সূত্রের খবর, ক্রমতালিকার প্রথম দশে তিনি কাটিয়ে দিলেন টানা ৭৯০ সপ্তাহ। পাশাপাশি ভেঙে দিলেন জিমি কোনর্সের ৭৮৯ সপ্তাহ প্রথম দশে থাকার নজির। এক্ষেত্রে জানা গিয়েছে, রাফায়েল নাদালের পর রজার ফেডেরার (৭৩৪), ইভান লেন্ডল (৬১৯) ও পিট সাম্প্রাস (৫৬৫)। ২০০৫ সালের ২৫ এপ্রিল প্রথম দশে প্রবেশ করেছিলেন নাদাল।

