rafalBreaking News Technology 

ভারতীয় বায়ুসেনার ক্ষমতা ও শক্তি বাড়িয়ে দিল অত্যাধুনিক “রাফাল”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বুধবার আম্বালার বায়ুসেনা ঘাঁটিতে এসে নামল ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। সোমবার ফ্রান্স থেকে রওনা দিয়েছিল ৫টি রাফাল। সাত হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এল রাফাল। ভারতীয় বায়ুসেনার ১২ সদস্যের পিঠ চাপড়ে দিয়েছিলেন ফ্রান্সে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। এর ১৫ মিনিট পরেই ভারতের উদ্দেশ্যে উড়ল রাফাল। ৫টি রাফালকে ভারতে নিয়ে আসার দায়িত্বে ছিলেন ১২ জন পাইলট। জানা যায়, বিমানে ছিলেন দাসোর থেকে প্রশিক্ষণ নেওয়া ইঞ্জিনিয়ররা। পর্যায় ক্রমে মোট ৩৬টি যুদ্ধবিমান ভারতে আসবে।

রাফাল রওনা হওয়ার বিভিন্ন ছবিতে ভরে যায় সোশ্যাল মিডিয়া। ভারতীয় বায়ুসেনার ক্ষমতা ও শক্তি অনেকটাই বেড়ে গেল বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ভারতে আসার সময় মাঝ-আকাশে ৩০ হাজার ফুট উচ্চতায় রাফাল যুদ্ধবিমানগুলি জ্বালানি ভরেছে। এ দৃশ্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ আবার দুই ইঞ্জিনের মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্র্যাফট রাফালকে বলা হচ্ছে দুনিয়ার অন্যতম সেরা যুদ্ধবিমানের অন্যতম।

রাফালের কার্যকারিতাগুলি হল –গতিবেগ ঘণ্টায় ২২২২ কিলোমিটার। ৫০ হাজার ফুট পর্যন্ত উপরে উঠতে সক্ষম। মাঝ আকাশেই জ্বালানি ভর্তির বন্দোবস্ত রয়েছে। আবার যে কোনও আবহাওয়ায় সমান দক্ষতা রয়েছে। সুখোইয়ের চেয়েও বেশি ওজন বহন করতে পারে। ৯৫০০ কেজি ওজন বহন করে উড়তে সক্ষম এটি। ৩ সেকেন্ডে কমব্যাট থেকে জেনারেল মোডে আসতে পারে।

রাফাল পরমাণু অস্ত্র বহনেও সক্ষম। প্রায় সব ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রসহ উড়তে পারে। ভারতের জন্য এই যুদ্ধবিমানে কিছু বৈশিষ্ট রয়েছে। উচ্চ অক্ষাংশ থেকে আকাশে ওড়ার ক্ষমতা রয়েছে এই বিমানগুলির। ফ্রান্সে ভারতীয় দূতাবাস সূত্রে দাবি করা হয়েছে, ২০২২ সালের মধ্যেই ৩৬টি যুদ্ধবিমান ডেলিভারি করা হবে।

Related posts

Leave a Comment