শুটিংয়ের মাঝেই আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয় রাহুল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবারও খারাপ খবর বলিউডে। ‘আশিকি’ খ্যাত অভিনেতা রাহুল রায়কে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হল হাসপাতালে। সূত্রের খবর, কার্গিলে শুটিংয়ের মাঝেই আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয় রাহুল। বিলম্ব না করে তৎক্ষণাৎ তাঁকে নিয়ে আসা হয় মুম্বইয়ে। সেখানে নানাবতী হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে বলে খবর।
সূত্রের আরও খবর, কার্গিলে নয়া ছবি ‘এলএসি- লিভ দ্য ব্যাটল’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। সেখানেই আচমকা ব্রেন স্ট্রোক হয় রাহুলের। পাশাপাশি খারাপ আবহাওয়ার কারণে সেটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় শ্রীনগরের একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে মুম্বইয়ে উদ্দেশে নিয়ে আসা হয় বিগ বস বিজয়ী এই অভিনেতাকে। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। বর্তমানে আইসিইউতে রয়েছেন রাহুল।

